শিক্ষা উন্নয়নের সাথে যেহেতু গুনগত পরিবর্তন চেষ্টা ক্রমাগত প্রবৃদ্ধির পরিচায়ক, তেমন কিছু পরিবর্তনের লক্ষ্যে এই স্বেচ্ছা সেবী সংগঠনের উন্মেষ ঘটাতে আমরা সমবেত প্রতিশ্রুতিবদ্ধ এবং সংগঠিত। সাহায্যের বহির্মূখী গড্ডালিকা স্রোত হ্রাস করে অধিক জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিণত করণে জনগনের নিজস্ব উদ্যোগ, পরিকল্পনা, দক্ষতা ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলে স্বনির্ভরতার দিকে এগুতে সহায়তা করাই শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চুড়ান্ত গন্তব্য ও অভিপ্রায় বলে গন্য হবে। বস্ততঃ সরকারী উন্নয়ন প্রচেষ্টা সম্পূরক ও পরিপূরক এবং অন্যান্য বেসরকারী সংগঠনের কর্ম প্রয়াসের সঙ্গে সহযোগীতা ও সমন্বয়ের নীতি মেনে সংগঠন কাজ করে যাবে বলে আমরা আশা রাখি।

  • বাঙ্গালি জাতির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের মাধ্যমে দেশাত্ববোধ তৈরী করা।
  • মেধা অন্বেষনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা ও বৃত্তি প্রদান করা।
  • হতদরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করা।
  • গরীর ও মেধাবী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্নমুখী কর্মসূচী গ্রহণ করা।
  • বয়স্ক শিক্ষা কেন্দ্র করা ও গ্রামে গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা।
  • ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির গুরুত্ব দেওয়া ও জনসচেনতা সৃষ্টি করা।
  • যৌতুক বিরোধী, বাল্যবিবাহের ও সর্বপরি নারী নির্যাতনের বিরুদ্ধে দাড়ানো।
  • শীতার্ত মানুষ ও প্রতিবন্ধীদের সহযোগীতা করা।
  • প্রাকৃতিক ও কৃত্রিম দূর্যোগ মোকাবেলায় জনসচেনতা সৃষ্টি করা।
  • বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা ।
  • মাদক বিরোধী বিষয়ে বিভিন্ন কর্মসূচী করা।
  • বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং রক্তের গ্রপ নির্ণয় করা।
  • পরিস্কার পরিচ্ছন্নতায় নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতন করা।

চলমান প্রকল্পসমূহ

  • এককালীন মেধা বৃত্তি প্রদান
  • পিইসি ও জেএসসি শিক্ষার্থীদের মেধা অন্বের্ষণ প্রতিযোগীতামুলক পরীক্ষায় উর্ত্তীণদের বই, ক্রেস্ট, সনদ ও নগদ বৃত্তি প্রদান

আরও…

প্রধান পৃষ্ঠপোষক

প্রধান পৃষ্ঠপোষক

জনাব মোঃ সিদ্দিকুর রহমান

জনাব মোঃ সিদ্দিকুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, যুগ্ম সচিব হিসেবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯১ সালে বিসিএস ইকনোমিক ক্যাডারের ১০ ম ব্যাচের একজন কর্মকর্তা…

সভাপতি

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ

ইঞ্জিনিয়ার  মোঃ আবু হানিফ মিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন মিলিটারি ইন্ঞ্জিনিয়ার সার্ভিসেস (এম ই এস) ডিপার্টমেন্টে সহকারী প্রকৌশলী বি/আর (এজিই)হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।তিনি ইন্জিনিয়ার ইনষ্টিটিউট হতে ১৯৯৫ সনে-এ এম আই ই ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সনে ডিপার্টমেন্টাল প্রমশন পরীক্ষা (পি-৯)পাশ করেন।১৯৯২ সনে (এসডিও বি/আর)এস এস এ ই হিসাবে…

জাতীয় সংগীত

জরুরী হটলাইন