প্রধান পৃষ্ঠপোষক

জনাব মোঃ সিদ্দিকুর রহমান

জনাব মোঃ সিদ্দিকুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, যুগ্ম সচিব হিসেবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত আছেন।

তিনি ১৯৯১ সালে বিসিএস ইকনোমিক ক্যাডারের ১০ ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি আই এম ই ডি পরিকল্পনা মন্ত্রণালয়ের এর ডিজি, উপ-প্রধান, অর্থ মন্ত্রণালয়, সিনিয়র সহকারী প্রধান, অর্থ মন্ত্রণালয়, সিনিয়র সহকারী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণায়ে দায়িত্ব পালন করেছেন।

জনাব মোঃ সিদ্দিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মনিটরিং এন্ড ইভালিউশন এ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী কলেজ হতে এইচএসসি ও দয়ারামপুর কে. বিকে উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

জনাব মোঃ সিদ্দিকুর রহমান নাটোর, বাগাতিপাড়া, চন্দ্রখইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব মোঃ আলিমুদ্দিন মোল্লা, মাতা জনাব মোসাঃ রহিমা বেগম। তাঁর সহধর্মিণী জনাব বিলকিস আকতার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পদে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এককন্যা ও দুইপুত্র সন্তানের জনক।