সভাপতি

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ

ইঞ্জিনিয়ার  মোঃ আবু হানিফ মিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন মিলিটারি ইন্ঞ্জিনিয়ার সার্ভিসেস (এম ই এস) ডিপার্টমেন্টে সহকারী প্রকৌশলী বি/আর (এজিই)
হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।
তিনি ইন্জিনিয়ার ইনষ্টিটিউট হতে ১৯৯৫ সনে-এ এম আই ই ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সনে ডিপার্টমেন্টাল প্রমশন পরীক্ষা (পি-৯)পাশ করেন।১৯৯২ সনে (এসডিও বি/আর)এস এস এ ই হিসাবে পদন্নোতি লাভ করেন।
১৯৯৩ সনে ইসিএস এম ই হতে একিউএস কোর্স-১২ সাফল্যের সাথে সম্পন্ন করেন।
১৯৭৭ সনে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৭৪ সনে জামিরতা কলেজ হতে এইচ এস সি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
১৯৭২ সনে স্হল
পাকড়াশী ইন্সটিটিউট হতে এস এস সি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হযন।
জনাব মোঃ আবু হানিফ মিয়া,তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহুকুমার শাহজাদপুর থানার কৈজুরী ইউনিয়নের কচুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম-আলহাজ্ব মোজাম্মেল হোসেন ঠান্ডু, মাতা-জনাব কদভানু। তার সহধর্মিণী আলহাজ্ব মর্জিনা হানিফ গৃহিণী।
পারিবারিক জীবনে তিনি এককন্যা ও দুইপুত্র সন্তানের জনক।